শিশুকে ধর্ষণ ঘটনা দেখে ফেলায় নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০৪:১৬ পিএম, ২২ অক্টোবর ২০২৫
আটক অভিযুক্ত আবুয়া রবিদাস

ময়মনসিংহের ফুলপুরে চার বছরের শিশুকে ধর্ষণ করার ঘটনা দেখে ফেলায় ও পরে চিৎকার দেওয়ায় ফুলবানু (৪৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত আবুয়া রবিদাসকে (৩৭) আটক করেছে পুলিশ।

জানা গেছে, আটক আবুয়া রবিদাস একই উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার কাচ্চু রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে আমুয়াকান্দা খাদ্য গুদাম সংলগ্ন এলাকায় ওই শিশুটিকে আবুয়া রবিদাস ধর্ষণ করছে এমন ঘটনা দেখে ফেলায় ও চিৎকার দিয়ে প্রতিবাদ করেন ফুলবানু। এতে ক্ষিপ্ত হয়ে ফুলবানুকে কুপিয়ে গুরুতর আহত করেন আবুয়া রবিদাস। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদির সরকারি মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।

তবে থানার উপপরিদর্শক (এসআই) মো. সানাউল হক জাগো নিউজকে বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশুটির ফরেনসিক পরীক্ষার জন্য পরিবারের সঙ্গে একই হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আজ
অভিযুক্ত আবুয়া রবিদাসকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।