মিরসরাইয়ে বিএনপির এক গণসংযোগে আরেক নেতার হামলা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মিরসরাই (চট্টগ্রাম)
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ২২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি থেকে বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীদের বিরুদ্ধে।

এ সময় তারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মিরসরাই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহীদুল ইসলাম চৌধুরীর কর্মীদের হুমকি-ধমকি, উস্কানিমূলক কটূক্তি ও গাড়িবহরে হামলা করে তাড়িয়ে দেন।

বুধবার (২২ অক্টোবর) সকালে করেরহাট বাজারে শাহীদুল ইসলাম চৌধুরীর গণসংযোগে এ হামলার ঘটনা ঘটে।

একই সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল এস এর মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনকে হেনস্তা করা হয়েছে এবং তার পকেটে থাকা পাঁচ হাজার টাকাও ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন নাছির।

এ বিষয়ে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, সমগ্র মিরসরাই ব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে সকালে করেরহাটে আমার গণসংযোগ কর্মসূচি ছিল। এরআগে আমি বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করে জনগণের ব্যাপক সাড়া পাই। আমার সব গণসংযোগে বিপুল জনসম্পৃক্ত হওয়ায় ঈর্ষান্বিত হয়ে একদল বিপথগামী ও বিএনপি থেকে বহিষ্কৃতদের অনুসারীরা করেরহাটে আমার শান্তিপূর্ণ গণসংযোগে বাধা দেয় এবং একপর্যায়ে হামলা করে।

তিনি আরও বলেন, করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে আমার শান্তিপূর্ণ গণসংযোগ ও দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণকালে তারা হামলা করে। আমি শান্তিপ্রিয় মানুষ। যে কোনো ধরনের পরিস্থিতি এড়াতে আমরা সেখানকার কার্যক্রম স্থগিত করি। হামলাকারী সবাই বহিষ্কৃত নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থক বলেও জানান তিনি।

শাহীদ চৌধুরী বলেন, দলের বিপথগামী নেতাদের বিরুদ্ধে আমরা ইতোমধ্যে দলীয় সিদ্ধান্ত পেয়েছি। দল তাদের অপকর্মের শাস্তিস্বরূপ তাদের বহিষ্কার করেছে। তাদের অপকর্ম এখনো বন্ধ হয়নি। আমরা চাই প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিক তাদের বিরুদ্ধে।

এ বিষয়ে করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব ইয়াছিন মিজান বলেন, করেরহাটে প্রতি রোববার ও বুধবার বাজারে ধানের শীষের পক্ষ আমাদের কর্মসূচি থাকে। তারই ধারাবাহিকতায় বুধবার (২২ অক্টোবর) সকাল ১০টায় আমাদের কর্মসূচি ছিল। শাহীদ ভাইয়ের কর্মসূচি ছিল আমরা জানতাম না। যদি আমাদের আগে বলতো প্রয়োজনে আমাদের কর্মসূচি পিছিয়ে দিতাম। উভয় পক্ষের কর্মসূচি একসঙ্গে হয়ে যাওয়ায় কর্মীদের মধ্যে একটু বাকবিতণ্ডা হয়েছে। এর চেয়ে বেশি কিছু না।

এম মাঈন উদ্দিন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।