গোপালগঞ্জ জামায়াত আমির

দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, কাউকে অধিকার থেকে বঞ্চিত করা হবে না

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৭:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৫
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম

গোপালগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিম বলেছেন, দাঁড়িপাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। দাঁড়িপাল্লা দিয়ে মেপে যেমন কাউকে ওজনে কম দেওয়া যায় না, তেমনি কাউকে কারও অধিকার থেকে বঞ্চিত করা হবে না। এই প্রতীকের উদ্দেশ্য হচ্ছে যার যার অধিকার তাকে সেভাবে দেওয়া।

শুক্রবার (২৪ অক্টোবর) দলটির গোপালগঞ্জের কোটালীপাড়া শাখার আয়োজনে ঘাঘর বাজার কাঠপট্টি উপজেলা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক রেজাউল করিম গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী।

কোটালীপাড়া উপজেলা জামায়াতের আমির সোলায়মান গাজীর সভাপতিত্বে সভায় সেক্রেটারি আল মাসুদ খান, কোটালীপাড়া শাখার নায়েবে আমির মিজানুর রহমান সেকেন্দার, উপজেলা সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসুদ প্রমুখ বক্তব্য রাখেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।