‘বন্দুকযুদ্ধে’ নিহত মুকুল রানার দাফন সম্পন্ন
রাজধানীর মেরাদিয়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত সন্দেহভাজন জঙ্গি শরিফুল ওরফে মুকুল রানার দাফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তার মরদেহ গ্রামের বাড়ি ধুলিহর ইউনিয়নের বালুইগাছা পৌঁছায়। এরপর সকাল সাড়ে ১০টায় নিজ বাড়ির উঠানে তার জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়।
জানাযায় দাঁড়িয়ে মুকুল রানার বাবা আবুল কালাম আজাদ বলেন, ছেলে কোনো অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হলে কোনো দুঃখ ছিলনা। তবে ধরে নিয়ে গুলি করে হত্যা করা খুবই দুঃখজনক। আমি ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলর। আমার ছেলে জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত, সেটা মানতে পারছি না। বন্দুকযুদ্ধে নিহত হওয়ার খবর টিভির পর্দায় দেখে ছেলের মৃত্যুর ঘটনা জানতে পারি।
তিনি আরও বলেন, ছোট বেলা থেকে মুকুল অত্যান্ত মেধাবী ছিল। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। কারো সঙ্গে ঝগড়া হয়নি কখনো। সরকারি কলেজে ইংরেজিতে অনার্স পড়ছে। দুই বছর আগে ঢাকায় গিয়েছিল। বাড়িতে এসে বলেছে সে ঢাকায় রাজউক অফিসে চাকরি করছে।
গত ২৩ ফেব্রুয়ারি তাকে কে বা কারা যশোরের বসুন্দিয়া এলাকা থেকে তুলে নিয়ে যায়। সেখান থেকেই গত চার মাস যাবৎ নিখোঁজ ছিল মুকুল।
আকরামুল ইসলাম/এফএ/পিআর