ঐকমত্য কমিশনকে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি: আমির খসরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:১০ পিএম, ০১ নভেম্বর ২০২৫
রাজশাহী বিভাগীয় ব্যবসায়ীদের সম্মেলনে বক্তব্য রাখছেন আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দুই থেকে তিনটি দলের মতামত বিএনপির ওপর জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। ঐকমত্য হয়েছে, সই হয়েছে, এর বাইরে গিয়ে এখন নতুন নতুন দাবি নিয়ে আসছে।

তিনি বলেন, এখানে আবার ঐকমত্য কমিশনের নিজস্ব মতামতও আছে। তাদের তো এখানে মতামত দেওয়ার জন্য রাখা হয়নি। ঐকমত্য কমিশনে যারা আছেন, তারা নিজ নিজ কাজে ফিরে যান। জনগণকে সিদ্ধান্ত নিতে দিন।

শনিবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহীতে ‌‌‌‌‘বিভাগীয় ব্যবসায়ীদের এক সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পুরোনো ধাঁচের অর্থনীতি পরিবর্তন করে এমন একটি গণতান্ত্রিক অর্থনীতি গড়ে তোলা হবে, যেখানে প্রত্যেক মানুষ সমানভাবে অর্থনৈতিক কার্যক্রমে অংশ নিতে পারবে। আমরা ক্ষমতায় গেলে ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, এই নির্বাচনকে যারা ক্ষতিগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।ঐকমত্য কমিশনকে আমি বলবো, যারা যে কাজে ছিলেন, তারা সেই কাজে ফিরে যান। বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত দেশের মানুষকেই নিতে দিন। এ নির্বাচনকে বিলম্ব করার ষড়যন্ত্র চলছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না।

সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। তারা দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যবসায়ীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সাখাওয়াত হোসেন/কেএইচকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।