জামা কিনে দেয়ার কথা বলে শিশুকে অপহরণ


প্রকাশিত: ১২:৫২ পিএম, ২১ জুন ২০১৬

লক্ষ্মীপুরে নতুন জামা (পোশাক) কিনে দেয়ার কথা বলে দুই মাস ১৮ দিন বয়সের এক শিশুকে কৌশলে অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে মঙ্গলবার দুপুরে র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্প ও জেলা পুলিশ সুপারের (এসপি) কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

স্থানীয় সূত্র ও শিশুটির পরিবারের ভাষ্যমতে, উপজেলার গন্ধব্যপুর গ্রামের দিনমজুর ইব্রাহিম খলিলের স্ত্রী রহিমা বেগম সম্প্রতি সদর হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। সেখানে ‘রুমি বেগম’ নামে মাঝ বয়সী এক মহিলার সঙ্গে তাদের পরিচয় হয়। রুবির বাড়ি উপজেলার দালাল বাজারে বলে তিনি জানায়। এসময় রহিমাকে রুবি ধর্মের বোন বলে ডাকে।

এরপর নিজেদের মধ্যে মোবাইল ফোনে কথা হয়। ঘনিষ্ঠতার সূত্রে ধরে রুমি রোববার বিকেল ৩টার দিকে গন্ধব্যপুর গ্রামে রহিমার বাড়িতে বেড়াতে আসে। ওই রাতে বাড়িতে অবস্থান করে সোমবার সকাল ১১টার দিকে রহিমার বড় মেয়ে পলি আক্তার (১০) ও দুই মাস ১৮ দিন বয়সী মরিয়মকে নতুন জামা কিনে দেয়ার কথা বলে তাদের নিয়ে কৌশল বাড়ি থেকে বের হন।

এক পর্যায়ে মান্দারী বাজারের মধ্য গলির একটি দোকান থেকে পলিকে জামা পছন্দ করার কথা বলে রুমি কৌশলে ছোট শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে পলির কান্নাকাটি দেখে স্থানীয়রা তাদের বাড়ি ফোন করে ঘটনাটি জানায়। এ ঘটনার পর রুমির মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

অপহৃত মরিয়মের বাবা ইব্রাহিম খলিল বলেন, ঘটনার পর সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত মহিলাকে আটক করতে পারেনি।

অপহৃত মরিয়মের মা রহিমা বেগম জানান, পরিচয়ের সূত্র ধরে বাড়িতে বেড়াতে এসে আমার সর্বনাশ করেছে। নতুন জামা কিনে দেয়ার কথা বলে কৌশলে ছোট মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তার বাড়ি দালাল বাজার বলে আমাকে বলেছে, আমি তার বিস্তারিত কিছুই জানি না। সন্তানকে সুস্থ অবস্থায় ফিরে পেতে র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প ও এসপির কাছেও একটি লিখিত অভিযোগ করে উদ্ধারের অনুরোধ জানিয়েছি।

এ বিষয়ে জানতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে অভিযুক্ত রুমি বেগমের ব্যবহৃত মোবাইলে ফোন দেয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

র‌্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ও সিনিয়র এএসপি মো. সাইফুল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। অভিযুক্ত মহিলার মোবাইল ফোন কললিস্ট পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কাজল কায়েস/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।