মাদারীপুর-১

মনোনয়ন স্থগিত করায় কামাল জামানের কর্মী-সমর্থকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ০৫ নভেম্বর ২০২৫
মনোনয়ন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেন কামাল জামান মোল্লার কর্মী-সমর্থকরা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পাওয়ার চব্বিশ ঘণ্টা না যেতেই মাদারীপুর-১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করা হয়। এর প্রতিবাদে তার কর্মী-সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি করেছেন।

বুধবার (৫ নভেম্বর) সকাল মাদারীপুর শিবচরের পৌর এলাকার ৭১ চত্বরে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি করেন তারা। তারা পুনরায় মনোনয়ন দেওয়ার দাবিতে নানা স্লোগান দেন।

মনোনয়ন স্থগিত করায় কামাল জামানের কর্মী-সমর্থদের বিক্ষোভ

এসময় বেশ কিছু কর্মী-সমর্থক কাফনের কাপড় পরে কর্মসূচিতে অংশ নেন। তারা বিক্ষোভ সমাবেশ শেষে মিছিল করেন। কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। পরে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে বলে জানা যায়।

আয়শা সিদ্দিকা আকাশী/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।