আখাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে ফয়সাল মিয়া (০৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল উমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সবার অজান্তে ফয়সাল বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। পরে অনেক খোঁজা-খুঁজি করে পুকুর থেকে মুমূর্ষু অবস্থায় ফয়সালকে উদ্ধার করে আখাউড়াম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মোগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন জাগোনিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস