ডোমারে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহণ
চতুর্থ দফায় অনুষ্ঠিত নীলফামারীর ডোমার উপজেলার ১০ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। বুধবার বিকেল সোয়া তিনটায় নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জাকির হোসেন তাদের আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান।
চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণকারীরা হলেন- ডোমার সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোসাব্বের হোসেন মানু, বামুনিয়া ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী ওয়াহেদুজ্জামান বুলেট, বোড়াগাড়ী ইউনিয়নের আ.লীগের তোফায়েল আহমেদ, জোড়াবাড়ী ইউনিয়নের আ.লীগের আবুল হাসান, হরিণচড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম।
এছাড়া গোমনাতি ইউনিয়নের আ.লীগের আব্দুল হামিদ, সোনারায় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ, পাঙ্গা মটুকপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, কেতকীবাড়ী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী জহুরুল হক প্রামানিক, ভোগডাবুড়ী ইউনিয়নের আ.লীগের বিদ্রোহী প্রার্থী একরামুল হক।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এজেএম এরশাদ আহসান হাবিব, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা।
জাহেদুল ইসলাম/এসএস/এমএস