দিনভর বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ে জেঁকে বসেছে শীত


প্রকাশিত: ০২:২৭ পিএম, ০৩ জানুয়ারি ২০১৫

ঠাকুরগাঁওয়ে মুষলধারে বৃষ্টির কারণে জেঁকে বসেছে শীত। এতে সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শুক্রবার রাত ১১টা থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত গুড়ি গুড়ি আকারে বৃষ্টি পড়েছে। এ কারণে প্রচণ্ড ঠাণ্ডা পড়েছে জেলায়।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ভূপেশ কুমার মণ্ডল জানান, শুক্রবার রাত ১১টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত সদর উপজেলায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ মিলিমিটার। জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ২৭ ডিগ্রি সেলসিয়াস। গত বছরের এই দিনে বৃষ্টিপাত ছিল না আর তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ২১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি জানান, অ সময়ের এই বৃষ্টিপাতের তেমন কোনো প্রভাব পড়বে না কৃষিতে। তবে শীতের তীব্রতা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এদিকে, অসময়ের এই বৃষ্টিপাতকে আশির্বাদ হিসেবে দেখছেন এলাকার কৃষকরা।

তারা জানান, ভুট্টা, গম ও আলুতে সেচ দিতে হচ্ছে। এই বৃষ্টিতে তাদের সেচের অর্থ বেঁচে যাবে। তবে অতিরিক্ত বৃষ্টিপাত হলে বোরো বীজতলাসহ অন্যান্য ফসলের কিছুটা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।