হিন্দুদের হাতে লাঠি তুলে দিল পুলিশ


প্রকাশিত: ০২:০২ পিএম, ২২ জুন ২০১৬

জঙ্গিবাদ ও গুপ্ত হামলা প্রতিরোধে নরসিংদীর পলাশে হিন্দু সম্প্রদায়ের লোকজনের হাতে লাঠি ও বাঁশি তুলে দিয়েছে পুলিশ।

বুধবার সকালে পলাশ থানা চত্বরে তাদের হাতে লাঠি ও বাঁশি তুলে দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। এর আগে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পলাশ থানার উদ্যোগে সারা দেশের সংখ্যালঘুদের উপর গুপ্ত হামলার প্রতিবাদ ও নিজেদের নিরাপত্তার জন্য আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত দেবনাথ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কার্তিক চন্দ্র গুহ, সাধারণ সম্পাদক অসিত দাস, সাবেক সভাপতি দিনেশ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক তরণী কান্ত দাস ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব অরুণ দাস প্রমুখ।

আবুল কালাম আজাদ বলেন, সন্ত্রাস-জঙ্গি হামলা প্রতিরোধে লাঠি-বাঁশি জনগণকে সাহস ও শক্তি জোগাবে। জনগণ প্রতিরোধ করলে গুপ্তহত্যা ব্যর্থ হতো। সন্ত্রাসীরাও ধরা পড়তো। সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গিবাদ ও গুপ্ত হামলা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সঞ্জিত সাহা/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।