ডিমলায় ব্যবসায়ীকে হত্যা চেষ্টায় আটক ১
নীলফামারীর ডিমলায় ছাতনাই কলোনী বাজারে উজ্জল (২০) নামে এক পাথর ব্যবসায়ীকে খুর মেরে হত্যার চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ হাসপাতাল মোড় থেকে দেলোয়ার হোসেন নামের ১ জনকে আটক করেছে।
বুধবার রাতে এ ঘটনা ঘটে। বর্তমানে আহত উজ্জল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পূর্ব ছাতনাই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জেরে ছাতনাই গ্রামের ইউছুব আলীর ছেলে হানিফ আলী (২২), উলাম খার ছেলে দেলোয়ার হোসেন (২২), বাদল হোসেনের ছেলে শিশির আলী (২৪) ও ছলেমান খানের ছেলে আসলাম খান (২৩) উজ্জলের উপর হামলা চালায়। এ সময় উজ্জল হোসেনকে এলোপাথাড়ি খুর মেরে হত্যার চেষ্টা করে তারা।
এলাকাবাসী ছুটে এসে উজ্জলকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে ভর্তি করে। পরে উজ্জলের অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ব্যাপারে তোফাজ্জল হোসেন বাদী হয়ে ৪ জনের নামে থানায় মামলা দায়ের করেছেন।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জাগো নিউজকে বলেন, আসামিদের গ্রেফতার করার চেষ্টা অবহ্যত রয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/এবিএস