পঞ্চগড়ে বজ্রপাতে বৃদ্ধ নিহত
পঞ্চগড়ের হাড়িভাসা এলাকায় হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় টুনিরহাট এলাকার হাসি আকতার নামে দশম শ্রেণির এক শিক্ষার্থী আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দিনভর বৃষ্টি হচ্ছিল। রাতে বৃষ্টির সঙ্গে প্রচণ্ড শব্দে বজ্রপাত হতে থাকে। এসময় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বনগ্রাম এলাকার হাবিবুর রহমান ঘরের বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এদিকে, কামাত কাজলদীঘি ইউনিয়নের হাসিবুল ইসলামের মেয়ে হাসি আকতার বাড়িতে গৃহস্থালির কাজ করার সময় বজ্রপাতে আহত হলে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সদর উপজেলার হাড়িভাসা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বজ্রপাতে হাবিবুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এফএ/পিআর