ভোলা-বরিশাল সেতুর দাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২২ নভেম্বর ২০২৫

ভোলা-বরিশাল সেতু দ্রুত নির্মাণের দাবিতে ভোলায় বিক্ষোভ মিছিল করেছে জেলা ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের খলিফা পট্টি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয় মিছিলটি।

এসময় বিক্ষোভকারীরা দ্রুত সময়ের মধ্যে ভোলা-বরিশাল সেতুর নির্মাণ কাজ শুরু করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ভোলা শহর শাখার ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আমিন, সেক্রেটারি মো. হাসনাইন আহমেদ, পৌর ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

জুয়েল সাহা বিকাশ/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।