ঈদ উৎসবে নৌপথে বিশেষ সার্ভিস


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৪ জুন ২০১৬
ফাইল ছবি

ঈদ উৎসবে ঘরমুখো নৌপথের যাত্রীদের জন্য বিআইডব্লিউটিসির বিশেষ সার্ভিস শুরু হবে আগামী ২৯ জুন। আর ১ জুলাই শুরু হবে বেসরকারি লঞ্চের বিশেষ সার্ভিস।

বিআইডব্লিউটিসির দায়িত্বশীল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে উপকূলীয় রুট চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-পিরোজপুর-মোড়েলগঞ্জ পর্যন্ত বিআইডব্লিউটিসির বিশেষ সার্ভিসের জাহাজ চলবে। সংস্থার ছয়টি জাহাজ এবার ঈদ সার্ভিসে যুক্ত হচ্ছে।

জাহাজগুলো হচ্ছে ‘এমভি মধুমতি’ ‘এমভি বাঙ্গালী’ ‘পিএস অষ্টিচ’ ‘পিএস মাহসুদ’ ‘পিএস লেপচা’ এবং‘ সেলা’। এছাড়া জাহাজ ‘সোনারগাঁও’ অতিরিক্ত জাহাজ হিসেবে স্ট্যান্ডবাই থাকবে। বিশেষ সার্ভিসে যেকোনো জাহাজ বিকল হলে তার স্থালাভিসক্ত হবে সোনারগাঁও।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম মিশা জানান, ২৯ জুন থেকে শুরু হওয়া বিশেষ সার্ভিস অব্যাহত থাকবে ১০ জুলাই পর্যন্ত। ঈদের আগের ৬ দিন (৩০ জুন থেকে ৫ জুলাই) প্রতিদিন দুইটি করে জাহাজ ঢাকা থেকে বরিশাল ও মোড়লগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তার মধ্যে ৩০ জুন লেপচা এবং ২ জুলাই এমভি বাঙ্গালী শুধুমাত্র ঢাকা-বরিশাল রুটে চলবে।

অন্য জাহাজগুলো বরিশাল হয়ে মোড়লগঞ্জ পর্যন্ত যাবে। আবার ঈদের পরে ৮ থেকে ১০ জুলাই প্রতিদিন দুইটি করে জাহাজ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এছাড়া জাহাজ ‘সেলা’ চলবে ঢাকা-চাঁদপুর রুটে।

লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ঢাকা-বরিশাল রুটের সুন্দরবন লঞ্চ কোম্পানির স্বত্ত্বাধিকারী সাইদুর রহমান রিন্টু জানান, ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২৮ রুটে বিশেষ সার্ভিস শুরু হবে ১ জুলাই। আর ২ জুলাই থেকে লঞ্চের ডাবল ট্রিপ শুরু হবে। অর্থাৎ ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো নির্ধারিত গন্তব্যে যাত্রীদের পৌঁছে ওই লঞ্চ যাত্রী শূন্য অবস্থায় ফের ঢাকায় ফিরে আসবে পুনরায় যাত্রী পরিবহনের জন্য।

সাইদুর রহমান রিন্টু জাগো নিউজকে জানান, বরিশাল-ঢাকা রুটে বর্তমানে ১৯টি লঞ্চ রয়েছে। কমপক্ষে ১৫টি লঞ্চ ঈদের আগে ঢাকা, ঈদের পরে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।