বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:৩১ পিএম, ২৬ নভেম্বর ২০২৫
কুড়িগ্রামের উলিপুরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রামের উলিপুরে বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলার পৌর শহরে তৌহিদী মুসলিম জনতার ব্যানারে শহরের মসজিদুল হুদার (বড় মসজিদ) সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষক মমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বালাচর ফাজিল মাদরাসার প্রভাষক আব্দুল আউয়াল, উলিপুর বহুমুখী ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক ইলায়াসুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদশের উপজেলা শাখার সভাপতি আতাউর রহমান, কর্মী নুর আলম প্রমুখ।

বক্তারা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, বাউল আবুল সরকার আল্লাহকে নিয়ে অশালীন কটূক্তি করেছেন। গর্হিত এ অপরাধের জন্য আমরা তার মৃত্যুদণ্ড চাই। ভবিষ্যতে যারাই ইসলামকে নিয়ে কটূক্তি করবেন, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

রোকনুজ্জামান মানু/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।