মেহেরপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপির তিন শতাধিক কর্মী-সমর্থক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ১০:২৩ পিএম, ২৭ নভেম্বর ২০২৫

মেহেরপুরে বিএনপির তিন শতাধিক কর্মী-সমর্থক জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে গাংনী উপজেলার তেতুলবাড়ীয়া ইউনিয়ন কর্মী সম্মেলনে বিএনপি থেকে আসা কর্মী ও সমর্থকদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা।

কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন তেতুলবাড়িয়া ইউনিয়ন আমির মতিউর রহমান। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী নাজমুল হুদা। প্রধান মেহমান ছিলেন জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা কাজী রুহুল আমিন।

জামায়াতে যোগ দেওয়া আতিয়ার রহমান বলেন, ‘জামায়াতে ইসলামী যে নীতি ও আদর্শের কথা বলে তা আমার ভালো লেগেছে। দেশ ও ন্যায়-নীতির পক্ষে সংগঠনটির অবস্থান আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি এই দলে যোগ দিয়েছি।’

নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে উপজেলা আমির রবিউল ইসলাম বলেন, ‘সৎ ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনে জামায়াত ইসলামের বিকল্প নেই। মানুষ এখন পরিবর্তন চায়। তাই দলে দলে জামায়াতে ইসলামে যোগ দিচ্ছে।’

আসিফ ইকবাল/এসআর

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।