নেপালে ২য় দফায় প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ২৫ জুন ২০১৬

নেপালে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ত্রাণ সহায়তার অংশ হিসেবে দ্বিতীয় দফায় আরও ১০ হাজার মে.টন চাল পাঠানো শুরু হয়েছে। শনিবার সকালে পঞ্চগড় জেলা খাদ্য গুদাম চত্বরে জেলা প্রশাসক অমল কৃষ্ণ মন্ডল ত্রাণ পৌঁছানো কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রথম দিন বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া ১০টি ট্রাকে ২৫০ মে. টন চাল বাংলাবান্ধা-ফুলবাড়ি স্থবন্দর দিয়ে সন্ধ্যা নাগাদ নেপালের কাঁকড়ভিটা সীমান্তে পৌঁছাবে।

ত্রাণ পাঠানো কর্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পঞ্চগড়ের পুলিশ সুপার মো. গিয়াস উদ্দীন আহমদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক আনিসুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদেক সারোয়ার, পঞ্চগড় সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা চালকল মালিক সমিতির সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্তদের জন্য ২০ হাজার মে. টন চাল ত্রাণ সহায়তার ঘোষণা দেন। ঘোষনার পর গত বছরের মে মাসে প্রথম দফায় ১০ হাজার মে. টন চাল পাঠানো হয়। বাকি ১০ হাজার মে. টন চালের মধ্যে শনিবার ২৫০ মে.টন চাল পাঠানো হয়।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের বলেন, ২য় দফায় ১০ হাজার মে.টন চালের মধ্যে প্রথম দিন ২৫০ মে.টন পাঠানো হলো। এরপর পর্যায়ক্রমে পঞ্চগড় খাদ্য গুদাম থেকে সাড়ে ৪ হাজার মে. টন চাল পাঠানো হবে। বাকি সাড়ে ৫ হাজার মে.টন ত্রাণের চাল দিনাজপুর সরকারি খাদ্য গুদাম থেকে পাঠানোর কথা রয়েছে।

সফিকুল আলম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।