লক্ষ্মীপুরে ৪ দিনে ৪ শিশুর মৃত্যু


প্রকাশিত: ১১:১৩ এএম, ২৫ জুন ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় পানিতে ডুবে গত চার দিনে চার শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিক সচেতনতার অভাবে বাড়ির পার্শ্ববর্তী পুকুর ও ডোবার পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হাজিরহাট এলাকায় শুক্রবার (২৪ জুন) বিকেলে ব্যবসায়ী মো. দিপুর মেয়ে রুহি আক্তার (২) পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।

এর আগে গত বুধবার (২২ জুন) উপজেলার মধ্য চরমার্টিন এলাকার আইয়ুব আলী বাঘার মেয়ে মাহী আক্তার (২), মঙ্গলবার (২১ জুন) উপজেলার লুধুয়া ফলকন এলাকার আনার উল্যার ছেলে মো. রায়হান (৩) ও হাজিরহাট এলাকার হারুন মাঝির ছেলে স্কুলছাত্রী বিবি খাদিজা (১০) পানিতে ডুবে মারা যায়।

এ ব্যাপারে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাহাবুবুল আলম মজুমদার জানান, চার দিনের ব্যাবধানে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু উদ্বেগজনক। শিশুদের পরিবারের সদস্যদের সচেতন হওয়া প্রয়োজন।

কাজল কায়েস/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।