ব্রাহ্মণবাড়িয়ায় ১০ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ


প্রকাশিত: ১১:০৭ এএম, ২৬ জুন ২০১৬

তৃতীয় দফায় অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ানম্যানদের মধ্যে ১০ ইউনিয়নের চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।

রোববার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহার তাদেরকে শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন, হরিপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান অাঁখি, চাতলপাড় ইউনিয়নের শেখ আবদুল আহাদ, ভলাকুট ইউনিয়নের এস.এম বাকি বিল্লাহ্ জুয়েল, কুন্ডা ইউনিয়নের মো. ওয়াছ আলী, বড়িশ্বর ইউনিয়নের এ.টি.এম মোজাম্মেল হক, গুনিয়াউক ইউনিয়নের মো. আবুল হোসেন, চাপরতলা ইউনিয়নের মো. ফায়েজ উদ্দিন ভূইয়া, গোকর্ণ ইউনিয়নের মো. হাসান খান, পূর্বভাগ ইউনিয়নের মো. হাবিবুর রহমান ও ধরমন্ডল ইউনিয়নের মো. বাহার উদ্দিন চৌধুরী।

তবে উচ্চ আদালতে রিট পিটিশন থাকায় নাসিরনগর সদর, ফান্দাউক ও গোয়ালনগর ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়নি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াছমিন নাহার রুমার সঞ্চালনায় শপথ গ্রহণ অনুষ্ঠানে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জেম আহমদসহ বিভিন্ন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।