ডিমলায় ট্রাকচাপায় নারী নিহত
নীলফামারীর ডিমলায় ট্রাকের চাপায় আয়শা বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এসময় নিহতের স্বামী মতিউর রহমান গুরুতর আহত হয়েছেন।
সোমবার দুপুরে ডিমলা-ডালিয়া সড়কের শুটিবাড়ী বাজার সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা বেগম পশ্চিম ছাতনাই ইউনিয়নের মতিউর রহমান ওরফে মতির স্ত্রী।
জানা যায়, আসাদগঞ্জ বাজার থেকে ভাড়ায় চালিত মোটরসাইকলযোগে মতিউর রহমান ও স্ত্রী আয়েশা বেগম বড় মেয়ের বাড়ি গয়াবাড়ীতে যাচ্ছিলেন। দুপুর ২টায় দিকে ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান আয়শা বেগম। এসময় স্বামী মতিউর রহমান আহত হন।
পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে ডিমলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়শাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করেছে।
ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে বলেন, ট্রাকটি থানায় আনার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
জাহেদুল ইসলাম/এফএ/পিআর