ব্রাহ্মণবাড়িয়ায় ট্যাংক লরি শ্রমিকদের কর্মবিরতি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ট্রাকচাপায় জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের তিন নেতার মৃত্যুর প্রতিবাদে ও দোষী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে সারাদেশে ট্যাংক লরি মালিক শ্রমিকদের ডাকা ১ ঘণ্টা ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আধা বেলা কর্মবিরতি পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সারাদেশে এক ঘণ্টা কর্মবিরতি কর্মসূচি পালন করেছে টাংক লরি মালিক শ্রমিকরা। এছাড়াও সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় আধাবেলা কর্মবিরতি পালিত হয়েছে।
জেলা ট্যাংক লরি মালিক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন মোল্লা সাংবাদিকদের জানান, তিন নেতার মৃত্যুতে দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবিতে কেন্দ্রীয় কমিটির ডাকে সারা দেশে এক ঘ্ণ্টা ও ব্রাহ্মণবাড়িয়ায় আধা বেলা কর্মবিরতি পালিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।
এর আগে সোমবার বেলা সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা এলাকায় পাথরবোঝাই ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহতরা হলেন, জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলম (৪৫), সাধারণ সম্পাদক আলী আজম (৪০) ও দফতর সম্পাদক শাহ্জাহান মিয়া (৫০)।
ট্যাংক লরি নেতৃবৃন্দের অভিযোগ, খাঁটিহাতা হাইওয়ে পুলিশের একটি দল ‘চাঁদাবাজি’ করার উদ্দেশ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় একটি পাথরবোঝাই ট্রাককে থামার জন্য সংকেত দেয়। এসময় ট্রাকটি না থামলে এক পুলিশ সদস্য তার হাতের লাঠি ছুঁড়ে মারলে লাঠিটি ট্রাকের সামনে থাকা অপর একটি মোটরসাইকেলের চাকায় আটকে যায়।
এসময় মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিছন থেকে ওই ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস