শরীয়তপুরে খাদ্য বিভাগে আবাসন সংকট


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২৯ জুন ২০১৬

শরীয়তপুরে খাদ্য নিয়ন্ত্রকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের আবাসন সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

জেলার ৬টি উপজেলার খাদ্য গুদাম ঘুরে দেখা যায়, গুদামে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের আবাসন অপ্রতুলতার কারণে প্রায় ৯০ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে ভাড়া বাসায় থাকতে হয়। অথচ কাজের স্বচ্ছতা ও সুবিধার জন্য প্রত্যেকের দাফতরিক কোয়াটারে থাকা প্রয়োজন।

জাজিরা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম দিদারুল ইসলাম বলেন, আমার কোয়াটারটি জরাজীর্ণ ও বসবাসের অনুপযোগী। তবুও ঝুঁকি নিয়ে সেখানে বসবাস করছি। গুদাম পরিদর্শন করে আরএমও জরুরি ভিত্তিতে কোয়াটার মেরামত করার আশ্বাস দিয়েছেন।

খাদ্য গুদামের এএসআই ও নিরাপত্তা প্রহরী স্বর্ণা রানী মন্ডল, মো. হেলাল সিকদার, মোজাম্মেল হক, মোসা. সালমা আক্তার, মো. আব্দুল হালিম ও আলী আকবরের সঙ্গে আলাপ করে জানা যায়, কোয়াটার না থাকার কারণে তাদের অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতে হয়।

ফলে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে খাদ্য গুদামের চারদিকে সুযোগ সন্ধানী খারাপ লোকদের কিছু বলতে পারছেন না তারা। তাদের দাবি অতি দ্রুত থাকার জন্য কোয়াটার তৈরি করা হোক।

জেলা খাদ্য নিয়ন্ত্রক সামছুজ্জামান খান বলেন, বিভিন্ন খাদ্য গুদামে যাওয়ার রাস্তা ও কর্মচারী কোয়াটার জরুরি মেরামতের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রস্তাব পেশ করেছি।

ছগির হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।