নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশিত: ০৬:০৪ এএম, ২৯ জুন ২০১৬

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাদ্য তৈরি, বিএসটিআইয়ের অনুমোদন না থাকার দায়ে নীলফামারীর সৈয়দপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যোবায়ের হোসেন এ অভিযান পরিচালনা করেন।

সূত্র মতে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় হোটেল তাজিরের মালিককে ৫০ হাজার, হোটেল আল শামসের মালিককে ৩০ হাজার, বনফুল হোটেলের মালিককে ২০ হাজার, তাজ চানাচুরের মালিককে ১০ হাজার ও ডায়মন্ড সেমাইয়ের মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এ সময় বিএসটিআইর রিজিওনাল অফিসার শাহাদত হোসেনসহ উপজেলা ও শহর স্যানিটারি পরিদর্শকরা উপস্থিত ছিলেন।  

জাহেদুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।