গুলশান ট্রাজেডির ছাপ পড়েছে নরসিংদীর রথযাত্রায়


প্রকাশিত: ১১:৩৪ এএম, ০৬ জুলাই ২০১৬

গুলশান ট্রাজেডির আতঙ্কের ছাপ পড়েছে নরসিংদীর রথযাত্রায়। একদিকে কঠোর পুলিশি নিরাপত্তা, অন্যদিকে আতঙ্ক সব মিলিয়ে রথযাত্রার উৎসব আনন্দে ভাটা পড়েছে এবার। তাই আশানুরুপ লোকসমাগম হয়নি হিন্দুধমালম্বীদের এই উৎসবে।

অন্যান্যবারের তুলনায় রথযাত্রা অনুষ্ঠানে লোকসংখ্যা উপস্থিতি কম হয়েছে এক তৃতিয়াংশ। ফলে দিনভর উৎসব মূখর পরিবেশ থাকার কথা থাকলেও এবারের চিত্র ভিন্ন।
 
বিকেল ৩টার দিকে নরসিংদী পৌরসভার সামনে থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পলাশ উপজেলার বরাব গুন্ডিচা মন্দিরে গিয়ে এই রথযাত্রা শেষ হয়। রথযাত্রার উদ্ধোধন করেন নরসিংদী পৌরসভার মেয়র আলহাজ কামরুজ্জামন কমরুল।

এসময় পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহাসহ হিন্দু কমিউনিটির নেত্রীবৃন্দ রথযাত্রায় উপস্থিত ছিলেন।
 
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), শ্রী শ্রী জগন্নাথ বাড়ি ও শ্রী শ্রী জগন্নাথ ধাম মন্দির কমিটির উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ-বলদেব-সুভদ্রা দেবীর শুভ রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
 
বুধবার হতে আগামী ১৪ জুলাই পর্যন্ত ৯ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে রথযাত্রা মহোৎসব। ৯দিন পর আগামী ১৪ জুলাই পলাশের বরাব গুন্ডিচা মন্দির হতে উল্টো রথযাত্রা নরসিংদী পৌরসভায় এসে রথযক্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জিত কুমার সাহা সাংবাদিকদের বলেন, গুলশান ট্রাজেডির জঙ্গি হামলা মানুষের মধ্যে একপ্রকার ভীতির সঞ্চার হয়েছে। তাই রথযাত্রা অনুষ্ঠানে আশানুরুপ লোকসমাগম হয়নি।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তাফা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা উৎসব পালন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সঞ্জিত সাহা/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।