দেশব্যাপী জঙ্গি হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
দেশব্যাপী জঙ্গি হামলা, সন্ত্রাস ও পুরোহিত হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ঐক্য ন্যাপের উদ্যোগে শনিবার বিকেলে শহরের স্বাধীনতা চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশত মানুষ অংশ নেন।
জেলা ঐক্য ন্যাপের সভাপতি আতাউর রহমান ভূঞার সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সাহা, আবদুস সাত্তার সরকার, আব্দুস সামাদ, রতন মিত্র, মুক্তিযোদ্ধা মাজহারুল হক ভূঞা, উদীচীর সাধারণ সম্পাদক তপন আচার্য্য, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপক সাহা ও নারী নেত্রী কল্পনা দাস প্রমুখ।
বক্তারা জঙ্গির মূল উৎপাটন করার জন্য দেশ প্রেমিক সকল দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সঞ্জিত সাহা/একে