চুয়াডাঙ্গায় ৩২ লাখ টাকার মাদকসহ দম্পতি আটক


প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৯ জুলাই ২০১৬

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবলু হোসেন ও শিপ্রা বেগম দম্পতিকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম হেরোইন, ৭৫০টি ইয়াবা এবং নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা জব্দ করেছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেন মঙ্গলবার রাত ৯টায় সংবাদ সম্মেলন করে জানান, জব্দকৃত মাদকের দাম ৩১ লাখ ৫০ হাজার টাকা। এসময় জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহসহ পুলিশ ও ডিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম কামরুজ্জামান খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ডিবির একটি বিশেষ দল মঙ্গলবার সন্ধ্যায় পৌর এলাকার বুদ্ধিমান পাড়ায় মাদক বিক্রেতা বাবলু হোসেন ও শিপ্রা বেগম দম্পতির বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে তাদের কাছ থেকে মাদক ও নগদ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই আমির আব্বাস বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় বাবলু হোসেন ও শিপ্রা বেগমকে আসামি করে মামলা দায়ের করেছেন।

সালাউদ্দিন কাজল/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।