নিখোঁজের ২ দিন পর কিশোরীর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১১:৩২ এএম, ২১ জুলাই ২০১৬

শেরপুরের ঝিনাইগাতীতে বিনা খাতুন (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম বাকাকুড়া গ্রামের শীলঝুড়া খাল থেকে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত অভিযোগে বাকাকুড়া গ্রামের হারুন-উর রশিদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।

বিনা খাতুন বাকাকুড়া গ্রামের নয়াপাড়া এলাকার মফিজুল ইসলামের মেয়ে ।

নিহতের মা সবুজা বেগম ও বাবা মফিজুল ইসলাম জানান, তারা এখন সপরিবারে গাজীপুরের সফিপুর এলাকায় বসবাস করেন। ঈদের আগে সবাই গ্রামের বাড়ি বেড়াতে আসেন। মেয়ে বিনা খাতুনকে তারা গ্রামের বাড়িতে রেখে পুনরায় ঢাকায় চলে যান। বিনা খাতুনের সঙ্গে বাকাকুড়া গ্রামের ফজলে হকের ছেলে মো. আমানুল্লাহর (২০) প্রেমের সম্পর্ক ছিল। মঙ্গলবার রাতে বিনা খাতুন, তার প্রেমিক আমানুল্লাহ ও আমানুল্লাহর মা সুন্দরী বেগম নিখোঁজ হয়।

এদিকে, নিখোঁজের পর বৃহস্পতিবার বিনা খাতুনের লাশ উদ্ধার হলেও আমানুল্লাহ ও তার মা সুন্দরী বেগমের কোনো খোঁজ মেলেনি।

ঝিনাইগাতী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, লাশের গায়ে এবং মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্যে কিশোরীর মরদেহ শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।

হাকিম বাবুল/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।