কুমিল্লায় রেললাইনে নাশকতায় ৫০ জনের নামে মামলা
কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইন কেটে ফেলার ঘটনায় বিএনপি-জামায়াতের ৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে।
শনিবার বিকেলে রেলওয়ে ফেনীর ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী রশিদ জাহাঙ্গীর বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন।
গত শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের নাঙ্গলকোট উপজেলার বাননগর-বেতাগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। এতে কোনো যাত্রী হতাহত না হলেও ওই লাইনে প্রায় ৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এ দুর্ঘটনায় রেলওয়ের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
এদিকে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে ফিরোজ ইফতেখারকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, এ দুর্ঘটনায় জড়িত ২৫ জনের নাম উলেখ করে ৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।
তিনি আরো জানান, এ ঘটনায় নাঙ্গলকোট উপজেলার হরিপুরের বিএনপি কর্মী মনির হোসেন (৩৮), দিদার হোসেন (২৮), সেলিম জাহাঙ্গীর মন্টু (৩০) ও হেসাখাল এলাকার তোফায়েল আহম্মদকে (৩২) আটক করা হয়েছে।