নারায়ণগঞ্জে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৬:৪৭ এএম, ১১ জানুয়ারি ২০১৫

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জ উপজেলায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা। এসময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

রোববার সকাল সাড়ে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ এলাকায় রাস্তায় আগুন দিয়ে বিক্ষোভ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ এলে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

অপরদিকে সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের আড়াইহাজার এলাকায় বিএনপি নেতাকর্মীরা সড়কে আগুন দিয়ে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।