রাজবাড়ীতে জঙ্গিবিরোধী অভিযানে ডাকাতসহ আটক ২


প্রকাশিত: ০৪:১৭ এএম, ২৯ জুলাই ২০১৬

রাজবাড়ীর কালুখালী ও পাংশার পদ্মার চরাঞ্চলে জঙ্গিবিরোধী অভিযানে তুহিন মোল্লা নামে এক ডাকাতসহ দুইজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৩টা থেকে সকাল সোয়া ১০টা পর্যন্ত এ অভিযান চলে।

তবে বর্ষ মৌসুম হওয়ায় ওই এলাকাগুলোর রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়াতে অভিযানে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানান কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে অালম ফকির।

তিনি অারো জানান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল অাহম্মেদের নেতৃত্বে অভিযানে রাজবাড়ী ডিবি পুলিশ, পাংশা ও কালুখালী থানার প্রায় দেড়শ পুলিশ অংশ নিয়েছে।

এতে শুধু রাজবাড়ী জেলায় নয়, পার্শ্ববর্তী জেলা পাবনার সুজানগর ও বেড়া থানার নদী তীরবর্তী এলাকায় অভিযান চলে।

রাজবাড়ীর কালুখালী উপজেলার পদ্মার চর হরিণ বাড়ীয়া, সাদার চর, মাদবপুর, কৃষ্ণনগর, রামনগর ও পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরাঞ্চলে এ  অভিযান চলে।

রুবেলুর রহমান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।