বগুড়ায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় যুবক গ্রেফতার


প্রকাশিত: ০২:৩৯ পিএম, ০২ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুরে ছিন্নমূল পরিবারের এক গৃহবধূ গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মঙ্গলবার সন্ধ্যায় তোতা মিয়া (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তোতা মিয়া উপজেলার আমরুল ইউনিয়নের নারচি গ্রামের কোবরা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, শাজাহানপুরের আমরুল ইউনিয়ন পরিষদের কাছেই গত দেড় মাস ধরে বসবাস করছে তিন সদস্যের একটি ছিন্নমূল পরিবার। হিন্দু ধর্মাবলম্বী এই পরিবারের সদস্যরা বাঁশের তৈরি বিভিন্ন প্রকার ডালা, ঝুঁড়ি তৈরি করে জীবিকা নির্বাহ করে আসছেন।

সোমবার রাত দেড়টার দিকে ওই নারীর স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে চার যুবক তার স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে। বিষয়টি যেন জানাজানি না হয় এজন্য হুমকিও দেয় বখাটেরা। মঙ্গলবার বিকেলে বিষয়টি জানাজানি হলে সন্ধ্যায় শাজাহানপুর থানায় মামলা হয়। এরপরই ধর্ষণের অভিযোগে পুলিশ তোতা মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ জানান, ধর্ষণের সঙ্গে জড়িতদের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।