মির্জাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু


প্রকাশিত: ১২:২৮ পিএম, ০৩ আগস্ট ২০১৬

টাঙ্গাইলের মির্জাপুরে পানিতে ডুবে শিশু ইমার (৮) মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সদরের পোষ্টকামুরী সওদাগর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ইমার পিতার নাম ইব্রাহিম মিয়া। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায়। ইমা তার মা সঙ্গে নানা আব্দুল জলিলের বাড়ি সওদাগরপাড়ায় থাকতো।

পারিবারিক সূত্র জানান, দুপুরে ইমা তার সমবয়সী খালাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের ক্ষেতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে শিশুটির খালা বাড়িতে খবর দিলে বাড়ির লোকজন ওই ক্ষেত থেকে তাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমাকে মৃত ঘোষণা করেন।

আরিফ উর রহমান টগর/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।