গণধর্ষণ মামলার আসামি ছেড়ে দিল পুলিশ!


প্রকাশিত: ০১:৩৫ পিএম, ০৪ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাদল মিয়া (৩৫) নামে গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত এক আসামিকে পুলিশ ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। থানা-হাজতে কয়েক ঘণ্টা আটক রাখার পর বিশেষ রফাদফায় ওই আসামিকে ছেড়ে দেয়া হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার রাতে আখাউড়ার সেনারবাদি গ্রামের সফু মিয়ার ছেলে বাদল মিয়াকে পৌর এলাকার রেলওয়ে কলোনির সামনে থেকে আটক করে পুলিশ।

আটক বাদল গত বছরের ৯ জুলাই আখাউড়া থানায় দায়ের করা একটি গণধর্ষণ মামলার চার্জশিটভুক্ত আসামি। আটকের পর থেকেই একটি মহল তাকে ছেড়ে দেয়ার জন্য তদবির শুরু করে। এরপর বিশেষ রফাদফায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।

এ ব্যাপারে জানতে চাইলে আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন তরফদার জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবার রাতে কয়েকজনকে আটক করা হয়েছে, তারা সবাই ছোটখাটো বিভিন্ন মামলার আসামি। এদের মধ্যে বাদল মিয়া নামে কেউ আছে কি না সেটি না দেখে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বিশেষ মহলের তদবিরে কাউকে থানা থেকে ছেড়ে দেয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।
 
আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।