অটোরিকশার চাপায় শিশু নিহত


প্রকাশিত: ০৯:০৯ এএম, ০৫ আগস্ট ২০১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারি চালিত অটোরিকশার চাপায় সায়মা (০৭) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে সদর উপজেলার বুধল ইউনিয়নের সুঁতিয়ারা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সায়মা একই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

ঘটনাস্থল থেকে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার মুঠোফোনে জাগোনিউজকে বলেন, দুপুরে সদর উপজেলার বুধল ইউনিয়নের নন্দনপুর বাজার থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা মজলিশপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অটোরিকশাটি সুঁতিয়ারা গ্রামে বাড়ির পাশের সড়কে দাঁড়ানো শিশু সায়মাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সায়মা।

পরে অটোরিকশা চালক সায়মাকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে অটোরিকশায় তুলে নিয়ে গিয়ে সরাইল-বিশ্বরোড মোড়ে অটোরিকশা ফেলে রেখে পালিয়ে যায়। সেখানেই শিশু সায়মার মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক অটোরিকশাটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।