কালুখালীতে ট্রলারডুবি : ৫ জনের মরদেহ উদ্ধার
রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউপির হরিণবাড়ীয়ার পদ্মায় যাত্রীবাহী ট্রলারডুবিতে মা-মেয়ে ও দুই সহোদরসহ ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ভ্যানচালক দুলাল নামে এক যাত্রী নিখোঁজ রয়েছে।
শনিবার ভোরে ঘটনাস্থল থেকে পদ্মা নদীর ৩ কিলোমিটার ভাটিতে হিরু মোল্লার ঘাট এলাকার বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।
নিখোঁজ দুলাল পাংশা উপজেলার হাবাসপুর ইউপির চর রামনগর এলাকার আব্দুল করিমের ছেলে।
নিহতরা হলেন- পাংশা উপজেলার হাবাসপুরের চর রামনগরের আকবর শেখের স্ত্রী হালিমন (৬০), তার মেয়ে ফরিদা (২৫), একই এলাকার রোকন শেখের মেয়ে বেগম (৩৭), কালুখালীর রতনদিয়া ইউপির আলতাব হোসেনের ছেলে রাহুল (৫) ও রাজু (৮)।
নিহত বেগমের বাবা রোকন শেখ জানান, নিহতরা পরস্পর আত্মীয়। এরা সবাই শুক্রবার দুপুরে কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন থেকে দাওয়াত খেয়ে নিজ নিজ বাড়ি পাংশার হাবাসপুর ইউনিয়নের সাদার চর ও চর রামনগরে যাওয়ার উদ্দেশ্যে ট্রলারে উঠেছিল।
ট্রলারটি হরিণবাড়ীয়া ঘাট থেকে ছেড়ে ১ গজ দূরে যেতেই স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এ সময় তার দুই নাতি ও ১ নাতনি সাঁতরে তীরে উঠলেও মেয়ে বেগম স্রোতের তোড়ে ভেসে যায়। অনেক খোঁজাখুঁজির পর শনিবার সকালে বেগমের লাশ উদ্ধার করে ডুবরি দল।
স্থানীয়া জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ট্রলারটি ডুবলে পুলিশ ও জনগণ চেষ্টা করেও নিখোঁজদের কাউকে উদ্ধার করতে পারেনি। শনিবার ভোর থেকেই ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করার পর একে একে নিখোঁজদের লাশ উদ্ধার হয়।
রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত উপ-সহকারী পরিচালক মাজাহারুল ইসলাম জানান, রাজবাড়ী ও পাংশার ফায়ার স্টেশনের দুইটি টিম ও রাজশাহীর প্রশিক্ষণপ্রাপ্ত ডুবুরি দল উদ্ধার কাজে অংশগ্রহণ করেন।
শনিবার সকাল ১০টার দিকে মরদেহ দেখতে ও শোকার্তদেরকে সমবেদনা জানাতে ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক জিনাত আরা, পুলিশ সুপার জিহাদুল কবির (পিপিএম),কালুখালী থানার ওসি নূরে আলম ফকির।
এ সময় জেলা প্রশাসক নিহতদের দাফন বাবদ পরিবার প্রতি ২০ হাজার টাকা করে প্রদানের ঘোষণা দেন।
কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পদ্মা নদীতে প্রবল স্রোত ও অতিরিক্ত যাত্রী বহনের কারণে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর নিখোঁজ ভ্যানচালক দুলাল ও ডুবে যাওয়া ট্রলারটির সন্ধানে অভিযান চলছে।
তিনি আরো জানান, উদ্ধার করা ৫ জনের মরদেহ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রুবেলুর রহমান/এসএস/আরআইপি