সেবিকার অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সেবিকার অবহেলায় কেঁচির আঘাতে এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের লোকজন লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের জয়নাল মিয়ার গর্ভবতী স্ত্রী মনোয়ারা বেগমের (২৫) প্রসব বেদনা শুরু হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মকবুল হোসেনের নির্দেশে বিভিন্ন পরীক্ষাও করানো হয়।
এরপর রোববার বেলা ১১টার দিকে ওই হাসপাতালের সেবিকা নয়ন মনি প্রসূতিকে পাশের একটি পরিত্যক্ত রুমে নিয়ে গিয়ে বাচ্চা প্রসবের চেষ্টা করেন।
মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, প্রসব করানোর সময় সেবিকার হাতে থাকা কেঁচির আঘাতেই তার নবজাতকের মৃত্যু হয়েছে। এসময় নবজাতকের রক্তক্ষরণ হতেও দেখেন তিনি।
তবে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রনি রায় বলেন, সেবিকার সঙ্গে কথা বলে বুঝা গেছে নবজাতকটি প্রসবের সময় প্রয়োজন অনুযায়ী মাকে কিছু কাটা ছেঁড়া করা হয়েছে। আর এসময় কেঁচির আঘাত লেগে শিশুটি মারা যেতে পারে বলে রোগী ও তাদের লোকজন সন্দেহ করছে। তাদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।
আজিজুল সঞ্চয়/এআরএ/এবিএস