ঘোড়াঘাটে বিএনপির মিলন পুনরায় নির্বাচিত


প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৭ আগস্ট ২০১৬

দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী বর্তমান মেয়র আব্দুস সাত্তার মিলন পুনরায় নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ১১৩ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন তিন হাজার ৮৫৭ ভোট। আর তিন হাজার ১৯৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আওয়ামী লীগ সমর্থীত প্রার্থী ইউনুস আলী মন্ডল।

এর আগে রোববার সকাল ৮টা থেকে ঘোড়াঘাট পৌরসভার নির্বাচনে ভোটাররা সুষ্ঠুভাবে স্ব স্ব কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এমদাদুল হক মিলন/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।