দিনাজপুরে বৃদ্ধের মরদেহ উদ্ধার
দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের রাস্তার ধার থেকে অজ্ঞাত পরিচয়ের (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ৮টার দিকে দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুজ্জামান জানান, দিনাজপুর-ফুলবাড়ি সড়কের সদর উপজেলার চুনিয়াপাড়া এলাকায় রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ধারণা করছে, রাতে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
এমদাদুল হক মিলন/এসএস/আরআইপি