পাবনায় দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০


প্রকাশিত: ০৮:২৭ এএম, ০৯ আগস্ট ২০১৬
প্রতীকী ছবি

প্রেমঘটিত ঘটনার জের ধরে পাবনার হেমায়েতপুর ইউনিয়নের ঘোষপুরে বিবদমান দু’টি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৪ জন নারী রয়েছেন। গুলিবিদ্ধরা হলেন- নান্নু (৩০), সাহানা (৩০), লাকী (৩৫), রোজিনা (৪০), পান্না ( ৪২), গাফফার (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সাড়ে ১১টা থেকে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং তা প্রায় ঘণ্টাব্যাপি তা চলে। সংঘর্ষে লাঠিসোটা, ধারালো অস্ত্রসহ আগ্নোয়াস্ত্র ব্যবহার করা হয়। এ সময় গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়। খবর পেয়ে পাবনা থানার ওসির নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ সময় উভয় গ্রুপের ৩ জনকে আটক করে। এরা হলো- রাজু (২২), সুমন (২০) এবং মমিন (২৪)।

পাবনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দু’টি ছেলে মেয়ের মধ্যে প্রেমপত্র দেয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘোষপুর গ্রামের রান্নু মালিথা এবং শামসু মালিথা গ্রুপের মধ্যে এই ঘটনা ঘটে। রান্নু এবং শামসু মালিথা পরস্পর আত্মীয়।

ওসি আরো জানান, এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো পক্ষ থেকে মামলা করা হয়নি।

একে জামান/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।