হিলিতে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট জব্দ


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১০ আগস্ট ২০১৬

দিনাজপুরের হাকিমপুর হিলি সীমান্তে ৬৫ লাখ টাকার আমদানি নিষিদ্ধ গরু মোটাতাজাকরণ ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। বুধবার ভোর ৫ টায় উপজেলার দলারদরগা এলাকা থেকে এ সকল ট্যাবলেট জব্দ করা হয়।

বিজিবি হিলি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার মো. রফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে উপজেলার দলারদরগা এলাকা দিয়ে একদল চোরাকারবারী মোটরসাইকেল যোগে অবৈধ পণ্য নিয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা সেখানে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাবারকারীরা মোটরসাইকেল থেকে মালামাল ফেলে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ৩ লাখ ১৮ হাজার পিস ভারতীয় প্যারাকটিন ট্যাবলেট ও ৪ হাজার ৮০০ পিস সেটম্যাক্স ট্যাবলেট জব্দ করেন। যার অনুমানিক মূল্য ৬৪ লাখ ৫৬ হাজার টাকা বলে বিজিবি জানায়।   

জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে।

এমদাদুল হক মিলন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।