ত্রাণের জন্য পোকাযুক্ত খাদ্য!


প্রকাশিত: ০৯:০২ এএম, ১০ আগস্ট ২০১৬

ফরিদপুরের চরভদ্রাসনে ত্রাণের জন্য পোকাযুক্ত খাদ্য সামগ্রী বিক্রির অভিযোগে মুদি দোকানদার ফরহাদ হোসেন মৃধাকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

চরভদ্রাসনের বাসিন্দা সৌদি প্রবাসী ড. শহিদুল ইসলাম ছুটিতে বাড়ি আসলে মঙ্গলবার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় পোকা ও ত্রুটিপূর্ণ ডাল লক্ষ করেন। পরে তিনি সেগুলো ফেরত নিয়ে আসেন এবং প্রশাসনকে অভিযোগ করেন।

পরে বুধবার সকালে চরভদ্রাসন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারভেজ চৌধুরী পোকাযুক্ত ডাল জব্দ করে দোকানি ফরহাদ হোসেনকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারা লঙ্ঘণের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেন।

তরুন/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।