ভাষা সৈনিক ফয়জুর রহমান আর নেই


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১০ আগস্ট ২০১৬

ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা মাওলানা ফয়জুর রহমান বার্ধক্যজনিত কারণে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার সকাল ৯টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

ফয়জুর রহমান ফরিদপুর সালথা উপজেলা সদরের ইসলামী ব্যক্তিত্ব শাহ মোহাম্মদ নুরুল হকের ছেলে।

মাওলানা ফয়জুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব কাছের লোক ছিলেন। সে সময় বঙ্গবন্ধুর কাছে ফরিদপুরে হুজুর নামে তিনি পরিচিত ছিলেন। ফয়জুর রহমান বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন।

পঁচাত্তর-পরবর্তী সময়ে তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য আয়োজিত বিভিন্ন দোয়া মাহফিল পরিচালনা করতেন। এছাড়া তিনি ফরিদপুর জেলা জজ আদালতের জুরি ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ফরিদপুরের সালথা বাজার এলাকার দরগা বাড়িতে বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। তারপর রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

এসএম তরুন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।