তিস্তা থেকে রাখালের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১৩ আগস্ট ২০১৬

নীলফামারীর ডিমলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ হন রাখাল ফজল হক (২৬)। নিখোঁজের ৪ দিন পর শুক্রবার তিস্তা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গরবার সন্ধ্যায় ভারতের সীমান্তে গরু আনতে গিয়ে পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই খালপাড়া গ্রামের আকবর আলীর ছেলে ফজল হক (২৬) নিখোঁজ হয়।

পরিবাররের লোকজন জানায়, ফজল হকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এলাকবাসীর ধারণা, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনের কারণে তার মৃত্যু হলে তিস্তার লাশ ফেলে দেয়া হয়েছে।

টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, লাশটি হাতীবান্ধা সীমানায় হওয়ায় হাতিবান্ধা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাতীবান্ধা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুছা আলম জাগো নিউজকে বলেন, লাশটি অর্ধগলিত। ধারণা করা হচ্ছে, নির্যাতনের কারণে তার মৃত্যু হতে পারে। লাশটির ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।

জাহেদুল ইসলাম/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।