যুবলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ০৮:৪০ এএম, ১৬ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুর সদরের বশিকপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. ফয়সাল হত্যা মামলার এজাহারভূক্ত আসামি আক্তার হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাতে তাকে ওই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আক্তার ইউনিয়নের বালাইশপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।

দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আক্তারকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

প্রসঙ্গত, ১৩ আগস্ট রাত ৮ টার দিকে বালাইশপুর গ্রামে ফয়সালকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন সকালে নিহতের ভাবি রানী বেগম বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

কাজল কায়েস/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।