বাসের ছাদ থেকে পড়ে প্রাণ গেল যুবকের


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৬ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে মো. সাগর (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঢাকা-রায়পুর মহাসড়কের মান্দারী এলাকায় মঙ্গলবার দুপুরে এই ঘটনা ঘটে।

নিহত সাগর মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান এলাকার মোলাদিয়া মধ্যপাড়া মো. মিজানুর রহমানের ছেলে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক জানান, বেলা ১টার দিকে গ্রামীণ পরিবহন নামের একটি বাস রায়পুর থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। এসময় মান্দারী বাজার এলাকায় পৌঁছলে বাসটির ছাদে থাকা যাত্রী সাগর নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গাড়িটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলেও জানান তিনি।

কাজল কায়েস/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।