হাতীবান্ধায় বয়লার বিস্ফোরণে আহত ৬
লালমনিরহাটের হাতীবান্ধায় বয়লার বিষ্ফোরণে ৬ চাতাল শ্রমিক দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের লোকমান হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত ধান চাতালে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-উপজেলার সিন্দুর্না গ্রামের মইশালের ছেলে অতিন্দ্র (৫০), একই গ্রামের আফসার আকন্দের ছেলে নুর মোহাম্মদ (৩০), ধীরন্দ্রনাথের ছেলে গোবিন্দ (২০), ভরসাধুর স্ত্রী স্বপ্না রানী (২৭), ওসমানের স্ত্রী আছিয়া (৪২) ও মোজাম্মেলের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)।
এর মধ্যে গুরুতর আহত অতিন্দ্র, নুর মোহাম্মদ, গোবিন্দকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী চাতালের নারী শ্রমিক রশিদা বেগম জানান, বৃহস্পতিবার দুুপুরের দিকে চাতালে ধান সিদ্ধ করার জন্য বয়লারে পানি গরম করছিল। এ সময় বয়লারের গ্যাস বের হওয়ার মুখ বন্ধ থাকায় তা অতিরিক্ত গরম হয়ে হঠাৎ বিস্ফোরিত হয়। এতে আশপাশে থাকা ৬ জন শ্রমিক আহত হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত উপ-সহকারী ড. রুবেল মিয়া জানান, এ ঘটনায় ৬ জন আহত হলেও তিনজন নারী শ্রমিককে এখানেই ভর্তি করা হয়েছে। তাদের তেমন সমস্যা নেই। এদিকে ৩ জন পুরুষ শ্রমিক গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পাঠানো হয়েছে।
রবিউল হাসান/এসএস/আরআইপি