মেঘনায় নৌকাডুবিতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৯ আগস্ট ২০১৬

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মেঘনা নদীতে মাছ শিকারে গিয়ে নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মাছুম বিল্লাহর (২৬) মরদেহ উদ্ধার হয়েছে।

শুক্রবার দুপুরে নিখোঁজের তিনদিন পর মেঘনা নদীর উরিরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে স্বজনরা।

নিহত মাছুম কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের চর ফলকন গ্রামের বাসিন্দা হানিফ মাঝির ছেলে।

এদিকে, এ ঘটনায় পানিতে ডুবে ছোট ভাই কলেজছাত্র হাসান মাহমুদেরও মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছে পরিবার।

পাটারিরহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ বিল্লাহ আলমগীর জানান, নিখোঁজের তিন দিন পর মেঘনা নদীতে মরদেহ ভাসতে দেখে জেলেরা স্বজনদের খবর দেয়। খবর পেয়ে নদী থেকে মাছুমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে তারা দুই ভাইসহ পাঁচজন জেলে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নদীতে ইলিশ শিকারে যায়। রাত আনুমানিক আড়াইটার দিকে কমলনগরের মেঘনা নদীর উরিরচর এলাকা মাছ ধরার সময় হঠাৎ ঝড় ও উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকাটি ডুবে যায়। এসময় ডুবে যাওয়ার নৌকার জেলে খোরশেদ (৩০), নুরনবী (৩০) ও আবুল কালাম (৪৫) সাঁতরিয়ে অন্য নৌকায় উঠতে পারলেও দুই ভাই মাছুম ও হাসান নিখোঁজ হয়। উপকূলীয় এলাকাসহ নদীতে মাইকিসহ অনেক খোঁজাখুজি করা হয়।

কাজল কায়েস/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।