জামালপুরে মুক্তিযোদ্ধা হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি


প্রকাশিত: ১০:১৯ এএম, ২০ আগস্ট ২০১৬

জামালপুরে পিটুনিতে নিহত মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি এবং পরিবারকে মামলা তুলে নিতে প্রভাবশালীদের হুমকির প্রতিবাদ করা হয়েছে। একই সঙ্গে দোষীদের গ্রেফতার করে আইনের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।  
 
নিহতের বাড়িতে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলন করে নিহতের পরিবারের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

মুক্তিযোদ্ধা আব্দুল বারিকের পরিবার ও এলাকাবাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে মিজানুর রহমান মুকুল।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান মুকুল অভিযোগ করে বলেন, গত ১১ জুলাই ট্রেনের টিকিট কাটাকে কেন্দ্র করে জামালপুর জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার, কনস্টেবল তপন বড়ুয়া, টিসি আনিসুর রহমান, রেলওয়ে সহকারী উপ-পরিদর্শক সোহরাব আলী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিককে ব্যাপক মারধর করে হত্যা করে।

পিটুনিতে মুক্তিযোদ্ধার মৃত্যুর ঘটনায় জামালপুর রেলওয়ে থানার ওসিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এ মামলায় ওই চারজনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা বারিককে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।

মিজানুর রহমান মুকুল অভিযোগ করেন, মামলা দায়েরের পর থেকে মামলা তুলে নিতে প্রভাবশালীরা নানা হুমকি দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের নিরাপত্তা ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী মমতাজ বেগম, ভাই কাউছার আহম্মেদ ও পৌর কাউন্সিলর শামীম হোসেন।

শুভ্র মেহেদী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।