ফরিদপুরে ঘূর্ণিঝড়ে নিহত ১


প্রকাশিত: ০৮:১০ এএম, ২১ আগস্ট ২০১৬

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘূর্ণিঝড়ে ঘরচাপা পড়ে বিরেন্দ্রনাথ বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এসময় প্রায় ৫০-৬০ জন আহত হয়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর সদরের আলিয়াবাদ বাখুন্দা ইউনিয়নের বিভিন্ন স্থানে হঠাৎ এ ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে ঢাকা-বরিশাল মহসড়কে গাছ ভেঙে পড়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

নিহত বিরেন্দ্রনাথ বিশ্বাস গেরদা ইউনিয়নের কেশব নগর গ্রামের বাসিন্দা।

এছাড়া ঘূর্ণিঝড়ে শরিফ জুটমিল ও জুবাইদা করিম জুটমিলের শেড ভেঙে বেশ কিছু শ্রমিক আহত হন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএম তরুণ/এফএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।